- মোঃ বদরুর রহমান

সাতক্ষীরা জেলার ঙ্কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৫নং কেড়াগাছি ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা তার সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি আর মেধা দিয়ে সহযোগীতা করেন মাষ্টার সাদেক আলী, গুরুচরণ ঘোষ,অন্নদা চরননাথ,ডা: রুহুল আমিন, নিমাই চরন ঘোষ,কালিপদঘোষ,সাধন চন্দ্র গাইন,ইবাদার সরদার,,মো: আকবর আলী ঢালী (বাঁশদহা), আয়েনউদ্দীন গাজী,ডা: নুরুল হক, রজব আলী সরদার, সচীন দেবনাথ,আবুল খায়ের(চেয়ারম্যান ,আলিপুর ইউনিয়ন),ইসাহক আলী মাষ্টার ,ডা: গোলাম রসুল প্রমুখ। অত্র “ঘোনা” ইউনিয়নের নামে নামাংকিত “ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি” উপজেলার ৪ নং ঘোনা ইউনিয়নের ছনকা নামক স্থানে ০২/০১/১৯৫৪ ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায়ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে |
বিদ্যালয়টির বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা ৫৬৮ জন | নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল ঘোনা বাসীর গৌরব “ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়’ এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি|
( মোঃ হাসানুর রহমান)
প্রধান শিক্ষক
ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়